কলকাতা, ১২ অক্টোবর, (হি.স.): “অপসংস্কৃতির আমদানি করা তৃণমূলের কফিনে শীঘ্রই শেষ পেরেক পুঁতে দেবে পশ্চিমবঙ্গের শিক্ষাব্রতী জনগণ।” ৪০ সেকেন্ড এবং ১৬ সেকেন্ডের দুটি ভিডিয়ো-সহ এক্স হ্যান্ডলে রবিবার এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “দুটি ছবি, যা দেখলেই দিনের আলোর মত স্পষ্ট হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ-অরাজকতার শাসনে বাংলার সংস্কৃতির বর্তমান করুণ পরিস্থিতি।
প্রথম ছবিটি, উত্তর দিনাজপুর জেলার ইটাহারে স্থানীয় তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান।
দ্বিতীয়টি, মুর্শিদাবাদ জেলার ভাবতা নেতাজী বিদ্যালয় পরিসরের মধ্যেই আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। যেখানে বিনোদনের নামে চলছে চটুল নৃত্য!
তোষণের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ‘বাঙালি বাঙালি’ রব তোলা ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর নেতৃত্বাধীন তৃণমূল সরকারের রাজত্বে পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয় এখন আর নিয়ন্ত্রণের মধ্যে নেই। সেটি এখন সম্পূর্ণ নির্ধারিত হয় কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের দুটি ভিন্ন কার্যালয় থেকে।
গুন্ডা-দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হওয়া বাংলায় অন্য রাজ্য থেকে আগত মহিলা শিক্ষার্থী, সাধারণ মানুষ থেকে বাংলার মনীষীরা কেউই আজকে সুরক্ষিত নয়! আর শিক্ষা সংস্কৃতির পীঠস্থান বাংলার ইতিহাস, জ্ঞান, নৈতিকতা, শিক্ষা-সংস্কৃতিকে মূল থেকে উপড়ে নেওয়ার যে এজেন্ডা প্রস্তুত করেছে তৃণমূল, তা ধীরে ধীরে এভাবেই বাস্তবায়িত করছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় লুম্পেনবাহিনী।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত