কলকাতা, ১২ অক্টোবর, (হি.স.): “দুর্গাপুরের ঘটনা প্রমাণ করল পশ্চিমবঙ্গ ধর্ষকদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। বিশেষ করে অভয়ার নৃশংস ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতিদের প্রশাসন যেভাবে আড়াল করে চলেছে এবং আন্দোলনকারীদের নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে তার দ্বারা ধর্ষক-দুষ্কৃতিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।”
রবিবার এক বিবৃতিতে এই অভিযোগ করেছে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। সংগঠনের রাজ্য সম্পাদিকা কল্পনা দত্ত এক বিবৃতিতে জানান, এ আই এম এস এস অবিলম্বে দুর্গাপুরের মেডিক্যাল ছাত্রীর গণধর্ষণের ঘটনার তদন্তপ্রক্রিয়া দ্রুত সমাপ্ত করে দোষীদের গ্রেফতার করা ও কঠোর শাস্তি দেওয়ার দাবী জানাচ্ছে। সাথে সাথে রাজ্যের সর্বত্র নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবী জানাচ্ছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত