ট্রাকের সঙ্গে ধাক্কা গাড়ির, আগুনে ঝলসে মৃত্যু দুই আরোহীর
বিকানের, ১৩ অক্টোবর (হি.স.): ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে গিয়েছিল একটি গাড়িতে। সেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে গাড়ির দুই আরোহীর। সোমবার রাজস্থানের বিকানের জেলার এই দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির অপর দুই যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ট্রাকের সঙ্গে ধাক্কা গাড়ির, আগুনে ঝলসে মৃত্যু দুই আরোহীর


বিকানের, ১৩ অক্টোবর (হি.স.): ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে গিয়েছিল একটি গাড়িতে। সেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে গাড়ির দুই আরোহীর। সোমবার রাজস্থানের বিকানের জেলার এই দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির অপর দুই যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাইসারের কাছে ভারতমালা রোডে চলন্ত ট্রাকের সঙ্গে দ্রুত গতিতে আসা ওই গাড়িটির ধাক্কা লাগে। মুহূর্তে গাড়িটিতে আগুন লেগে যায়। দুই যাত্রীকে গাড়ি থেকে বার করা সম্ভব হলেও বাকি দু’জনে গাড়ির ভিতরেই আটকে পড়েন। ঘটনাস্থলে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় একজনের। অপর ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande