ইমফল, ১৩ অক্টোবর (হি.স.) : চলতি বছর মণিপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। রাজ্যে এ পর্যন্ত ২,৩৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এই তথ্য রাজ্য স্বাস্থ্য বিভাগের প্রকাশিত একটি সরকারি বুলেটিনে জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের বুলেটিনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে ৫,৬১৩ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ২,৩৩২ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে। এই সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৯৭৯টি বেশি। এই সময়কালে গত বছর ১,৩৫২টি সংক্রমণ রেকর্ড করা হয়েছিল।
বুলেটিনে বলা হয়েছে, ইমফল পশ্চিম জেলায় সর্বাধিক ডেঙ্গু-রোগীকে শনাক্ত করা হয়েছে। এক ইমফল পশ্চিমেই ১,৬৭৯ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে। এছাড়া ইমফল পূর্বে ৩৬৩, বিষ্ণুপুর এবং থউবাল জেলায় যথাক্রমে ৬৮ এবং ৬৩টি মামলা রিপোর্ট করা হয়েছে। বিষ্ণুপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।
এদিকে পার্বত্য জেলাগুলির মধ্যে সেনাপতিতে সর্বাধিক ৪৫ জনকে সংক্রমিত বলে শনাক্ত করা হয়েছে। তার পর উখরুল। উখরুলে আক্রান্ত হয়েছেন ২৩ জন। চূড়াচাঁদপুর এবং কাংপোকপি জেলায় যথাক্রমে তিন এবং দুজন আক্রান্ত হয়েছেন।
মণিপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণ হিসেবে টানা বর্ষা পরিস্থিতি এবং মশার প্রজননস্থল হিসাবে কাজ করে এমন জমা জল এবং জলাশয়কে দায়ী করেছেন জন্য রাজ্য স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে রাজ্যের স্বাস্থ্য বিভাগ রোগের বিস্তার রোধে ভেক্টর নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সচেতনতা প্রচারণা জোরদার করেছে বলে জানানো হয়েছে। রাজ্যবাসীকে তাঁদের আশপাশ এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা জল দূর করা এবং সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য মশা নিরোধক ও মশারি ব্যবহার করতে আহ্বান জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস