মুম্বই, ১৩ অক্টোবর ( হি.স.): ঋষভ শেঠি পরিচালিত কান্তারা চ্যাপ্টার ১ বক্স অফিসে ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে । ২ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবি । বক্স অফিসের তরফে জানা গেছে, রবিবার অর্থাৎ ছবি মুক্তির একাদশ দিনে ছবিটি আয় করেছে ৩৯ কোটি টাকা । উল্লেখ্য, দশম দিনেও ছবির আয় ছিল ৩৯ কোটি টাকা।
প্রসঙ্গত, সারা ভারতজুড়ে ছবিটির মোট আয় এখনও পর্যন্ত ৪৭৮.৬৫ কোটি টাকা , যা ভিকি কৌশলের মেগাস্টার ছবি চাভা-কেও ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করছে প্রযোজক মহল ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক