কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : কিশোর কুমার - ভারতীয় গায়ক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার। গায়কের ঝুলিতে রয়েছে গীতিকার ও সুরকার - জোড়া খেতাব। ১৯২৯ সালের ৪ আগস্ট জন্মগ্রহণ করেন। এদিন তাঁর মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে। উল্লেখ্য, জন্মকালীন সময় - বিকেল চারটে। তিনি পরিবারের চতুর্থ সন্তান। কাকতালীয়ভাবে মিল রয়েছে যে, ৪টি বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন। বৈবাহিক জীবনে ও আশ্চর্যজনক মিল - ৪ টি বিয়ে করেছেন। ভারতীয় সঙ্গীত জগতের ইতিহাসে কিশোর কুমার এক উজ্জ্বল তারকা মাত্র নয়, উজ্জ্বল এক নক্ষত্র।
তাঁর প্রয়াণ বার্ষিকীতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে তিনি এদিন লিখেছেন যে, - কিংবদন্তি গায়ক কিশোর কুমারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তাঁর অমর গান চিরকাল আমাদের হৃদয়ে অনুরণিত হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত