কিশোর কুমারকে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের
কলকাতা, ১৩ অক্টোবর, (হি.স.): “কালজয়ী সংগীতশিল্পী শ্রদ্ধেয় কিশোর কুমারের প্রয়াণ দিবসে জানাই শ্রদ্ধাঞ্জলি এবং কোটি কোটি প্রণাম।” সুকান্ত মজুমদার সোমবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “তাঁর অমর গান ও অনন্য কণ্ঠ আজও আমাদের হৃদয়ে একইভাবে বেঁচে আছে। সঙ্গী
কিশোর কুমারকে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের


কলকাতা, ১৩ অক্টোবর, (হি.স.): “কালজয়ী সংগীতশিল্পী শ্রদ্ধেয় কিশোর কুমারের প্রয়াণ দিবসে জানাই শ্রদ্ধাঞ্জলি এবং কোটি কোটি প্রণাম।”

সুকান্ত মজুমদার সোমবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “তাঁর অমর গান ও অনন্য কণ্ঠ আজও আমাদের হৃদয়ে একইভাবে বেঁচে আছে। সঙ্গীত জগতে তাঁর অবদান যুগ যুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে।”

কিশোর কুমার (৪ আগস্ট ১৯২৯ – ১৩ অক্টোবর ১৯৮৭) ছিলেন গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। বিভিন্ন ভাষায় গান গেয়েছিলেন, যার মধ্যে রয়েছে

বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাতি, কন্নড়, ভোজপুরি, মালয়ালম, ওড়িয়া, এবং উর্দু। এছাড়াও তিনি তাঁর ব্যক্তিগত গান সংকলনেও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। তাঁর বাংলায় গাওয়া গানগুলি সর্বকালের ধ্রুপদী গান হিসেবে বিবেচিত হয়েছে। তিনি ৮ বার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। একই বিভাগে সর্বাধিক ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ের রেকর্ড করেছেন। তাঁকে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয় এবং তার নামে হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য কিশোর কুমার পুরস্কার প্রদান চালু করে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande