আজমের, ১৩ অক্টোবর (হি.স.) : রাজস্থানের আজমেরে ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। ঘটনাটি ঘটেছে, রবিবার রাতে বাগরু থানা এলাকার ছিতারোলির কাছে । ঘটনায় দুজন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হন।
সোমবার পুলিশ সূত্রে জানা গেছে , রবিবার রাতে বাগরু-র কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে তেল বেরিয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে। এদিকে, কিষাণগড়ের মার্বেল সিটি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলিকে ধাক্কা দেয়।
এক পুলিশ আধিকারিক জানান , নিহতদের নাম দীনেশ কুমারী (৫৫) এবং বীরম সিং (৩১) । তাঁরা ঘটনাস্থলেই মারা যান । উভয়ই ধাভাই মহল্লার বাসিন্দা । বিঠ্ঠলদাস, তার ছেলে এবং অ্যাম্বুলেন্স চালক সতীশ গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ । ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন