মালদা, ১৩ অক্টোবর (হি. স.) : মালদার ইংরেজবাজারের কাঞ্চনটার এলাকায় একই রাতে এক জোড়া মন্দিরে চুরির অভিযোগ। ইংরেজবাজার থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ।
ইংরেজবাজারের কাঞ্চনটার এলাকায় শতাব্দী প্রাচীন রাধা গোবিন্দ মন্দির রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিবার রাতে দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে সোনা, রুপোর অলংকার ও দানপাত্রের টাকা নিয়ে চম্পট দেয়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন মন্দিরের তালা ভাঙা। রাধাগোবিন্দ মূর্তিতে অলংকার উধাও। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। আরও কিছু সময় পর প্রায় ১০০ মিটার দূরে মনসা ও কালী মন্দিরে পুজো করতে গিয়ে দেখা যায় ওই মন্দিরেরও তালা ভাঙা। ওই মন্দিরের মূর্তি থেকেও সোনা ও রুপোর অলংকার চুরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, গত কয়েকদিন ধরে এলাকায় মধু বিক্রির নাম করে কয়েকজন এলাকায় ঘোরাঘুরি করছিল। হয়তো তারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এদিকে অভিযোগের ভিত্তিতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি