বিশালগড় (ত্রিপুরা), ১৩ অক্টোবর (হি.স.) : পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে মর্মান্তিকভাবে জলে ডুবে মৃত্যু হল ৫২ বছর বয়সী এক ব্যক্তির। মৃতের নাম রাধা গোবিন্দ দেবনাথ, বাড়ি সিপাহীজলা জেলারবিশালগড় থানার অন্তর্গত পূর্ব গকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায়, রবিবার দুপুর একটায় রাধা গোবিন্দ দেবনাথ মাছ ধরার উদ্দেশ্যে চাম্পামুড়া এলাকার একটি পুকুরে যান। তবে সন্ধ্যা ঘনিয়ে এলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি চালিয়েও তাঁর কোনও সন্ধান পাননি।
অবশেষে সোমবার সকালে তাঁর ছেলে পুকুরের ধারে গিয়ে দেখেন, রাধা গোবিন্দ দেবনাথের মৃতদেহ জলে ভাসছে। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সিন্ধিয়া ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক টিমকে খবর দেন।
ফরেনসিক টিমের উপস্থিতিতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর সোমবার দুপুর আড়াইটা নাগাদ মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাধা গোবিন্দ দেবনাথ গান-বাজনায় বিশেষ আগ্রহী ছিলেন এবং এলাকায় জনপ্রিয় মুখ ছিলেন। তাঁর মৃত্যুতে চাম্পামুড়া ও সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশালগড় থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ