আগরতলা, ১৩ অক্টোবর (হি.স.) : লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশের সঙ্গে ত্রিপুরায়ও আয়োজন করা হবে জেলাভিত্তিক ঐক্য পদযাত্রা। আগামী ৩১ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাজ্যের আটটি জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। সোমবার সাংবাদিক সম্মেলনে এ খবর জানান রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের মন্ত্রী টিংকু রায়।
মন্ত্রী জানান, এবছর সারা দেশে “সর্দার @১৫০ ঐক্য পদযাত্রা” বা “ইউনিটি মার্চ” নামে এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মূল লক্ষ্য — ‘এক ভারত, আত্মনির্ভর ভারত’ শীর্ষক বার্তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং জাতীয় গর্বকে আরও উদ্দীপিত করা।
এই উপলক্ষে গত ৬ অক্টোবর কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের মন্ত্রী ডঃ মানসুখ মান্ডব্য “মাই ভারত” নামে একটি পোর্টালের উদ্বোধন করেছেন। এই পোর্টালের মাধ্যমে সারা দেশে সর্দার প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির সমন্বয় করা হচ্ছে।
রাজ্যে পদযাত্রার পূর্বে বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্তরে প্রবন্ধ, বিতর্ক প্রতিযোগিতা এবং সেমিনার আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে সর্দার প্যাটেলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে।
মন্ত্রী টিংকু রায় জানান, আগরতলায় পশ্চিম জেলার উদ্যোগে পদযাত্রায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহাকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া অন্যান্য জেলায় অনুষ্ঠিত পদযাত্রাগুলিতে মন্ত্রী, সাংসদ ও বিধায়করা উপস্থিত থাকবেন।
জাতীয় স্তরে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে সর্দার প্যাটেলের জন্মস্থান কারমসদ থেকে কেভাডিয়ার স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত, যা হবে প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ। প্রতিটি রাজ্যের প্রতিটি জেলা থেকে দু'জন প্রতিনিধি এই পদযাত্রায় অংশ নেবেন বলে মন্ত্রী জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ