আগরতলা, ১৩ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে গত ১০ অক্টোবর শিক্ষাসংক্রান্ত ফি হঠাৎ করে বৃদ্ধি করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার তীব্র প্রতিবাদে ফেটে পড়ে এআইডিএসও। সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে সোমবার মধ্যশিক্ষা পর্ষদ ভবনের সামনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচি।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ তোলেন, সরকার একদিকে যেখানে “সবার জন্য শিক্ষা”র কথা বলছে, সেখানে সাধারণ পরিবারের শিক্ষার্থীদের উপর এই অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অমানবিক। ফর্ম ফিলাপ, মার্কশিট, রেজাল্ট সংশোধন, সার্টিফিকেট সংগ্রহসহ একাধিক ক্ষেত্রে ফি দ্বিগুণ বা তারও বেশি বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা।
এআইডিএসও নেতৃত্ব জানায়, অবিলম্বে এই অযৌক্তিক ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নচেৎ বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হবে। বিক্ষোভ শেষে সংগঠনের প্রতিনিধিদল মধ্যশিক্ষা পর্ষদের কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশন জমা দেয় এবং শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ