আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক শোভাযাত্রা
আগরতলা, ১৩ অক্টোবর (হি.স.) : “আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস” উপলক্ষে সোমবার আগরতলায় পশ্চিম জেলার উদ্যোগে এক সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন
আগরতলায় রেলি


আগরতলা, ১৩ অক্টোবর (হি.স.) : “আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস” উপলক্ষে সোমবার আগরতলায় পশ্চিম জেলার উদ্যোগে এক সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা শাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়।

এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, পশ্চিম জেলার সহকারী জেলা শাসক অরূপ দেব, বিভিন্ন দফতরের আধিকারিক, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে জেলাশাসক ডাঃ বিশাল কুমার বলেন, “দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষত যারা দুর্যোগপ্রবণ এলাকায় বাস করেন, তাঁদের নিজেদের এবং সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি ও জ্ঞান থাকা দরকার।” তিনি আরও জানান, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যাতে জনগণ আগাম সতর্ক থাকতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো যায়।

উল্লেখ্য, প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে পালিত হয় “আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস”, যার মূল লক্ষ্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের প্রভাব হ্রাসে নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande