সুলতানপুর, ১৫ অক্টোবর (হি.স.) : সুলতানপুরে মিয়াগঞ্জ এলাকার এক আতশবাজির কারখানায় বুধবার সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ঘটে পরপর ১২টি বিস্ফোরণ। ঘটনায় কারখানার ছাদ উড়ে যায়, ধসে পড়ে একাধিক দেওয়াল। আশপাশের পাঁচটি বাড়িতেও ফাটল ধরে। দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন-সহ মোট ১২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়সিংহপুর থানার অন্তর্গত এলাকার মিয়াগঞ্জ মহল্লার আতশবাজি ব্যবসায়ী নাসিরের বাড়িতেই দীর্ঘদিন ধরে একটি ছোট আতশবাজি তৈরির কারখানা চালু ছিল। দীপাবলিকে সামনে রেখে বাড়িতে প্রচুর পরিমাণে বারুদ ও আতশবাজি তৈরির সামগ্রী মজুত করা হয়েছিল। বুধবার সকালে হঠাৎই বিকট শব্দে প্রথম বিস্ফোরণ ঘটে, এরপর একের পর এক ১২টি বিস্ফোরণ হয়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
বিস্ফোরণে আতশবাজি ব্যবসায়ী নাসিরের বাড়ির ছাদ ও দেওয়াল ধসে পড়ে, চাপা পড়েন পরিবারের ৫ জন সদস্য। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নাসিরের স্ত্রী জামাতুল নিসা (৬০), ছেলে নূর মহম্মদ (২৫), কাইফ (১৮), সাহিল (১০) ও মেয়ে খুশি বানু (২০)-র অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
এক পুলিশ আধিকারিক জানান প্রাথমিক তদন্তে জানা গেছে, এ বছর নাসির আতশবাজি তৈরির লাইসেন্স নবীকরণ করেননি, তবু অবৈধভাবে কারখানা চালাচ্ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য