গড়চিরৌলি, ১৫ অক্টোবর (হি.স.): প্রায় ৬০ জন মাওবাদীকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে আত্মসমর্পণ করেছেন নিহত মাওবাদী নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও। একইসঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) হারাল দলের পলিটব্যুরো এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যকে। বুধবার আত্মসমর্পণ করার জন্য ৬০ জন মাওবাদীকে নিয়ে গড়চিরৌলি পুলিশ সদর দফতরে যায় মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং অন্যান্য পুলিশ কর্তারা। অস্ত্র ছেড়ে সমাজের মুলস্রোতে ফিরে এলেন তাঁরা।
সোমবার গভীর রাতেই গড়চিরৌলিতে ৬০ জন মাওবাদী সদস্যকে নিয়ে অস্ত্রসমর্পণ করেন বেণুগোপাল ওরফে সোনু। উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই অস্ত্রসমর্পণের ইঙ্গিত দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিলেন বেণুগোপাল। লিখেছিলেন, ‘‘দলকে বাঁচাতে সশস্ত্র সংগ্রাম বন্ধ করার সময় এসেছে’’। তারও আগে গত এপ্রিল মাসে সোনুর নাম করে একটি ‘শান্তিবার্তা’ এসেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। এবার আনুষ্ঠানিকভাবে অস্ত্র ছাড়লেন সোনু।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা