প্রয়াত মহাভারত সিরিয়ালের কর্ণ পঙ্কজ ধীর
মুম্বই, ১৫ অক্টোবর (হি.স.): বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। বি আর চোপড়ার জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ''মহাভারত''-এ কর্ণের চরিত্রে অভিনয় করে বিপুল পরিচিতি পাওয়া অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬
প্রয়াত মহাভারত সিরিয়ালের কর্ণ পঙ্কজ ধীর


মুম্বই, ১৫ অক্টোবর (হি.স.): বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। বি আর চোপড়ার জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল 'মহাভারত'-এ কর্ণের চরিত্রে অভিনয় করে বিপুল পরিচিতি পাওয়া অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তিনি কর্কট রোগে আক্রান্ত ছিলেন।

জানা গেছে, অভিনেতা পঙ্কজ ধীর দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন। একসময় তিনি রোগটি কাটিয়ে উঠলেও, কয়েক মাস আগে সেটি আবার ফিরে আসে। এরপর তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয় এবং তাঁর একটি বড় অস্ত্রোপচারও হয়।

মূলত থিয়েটার থেকেই অভিনয় জীবনে পা দেন পঙ্কজ। তবে জনপ্রিয়তা পান বি আর চোপড়া পরিচালিত মহাভারত ধারাবাহিকে কর্ণর ভূমিকায় অভিনয় করে। রাতারাতিই পঙ্কজ হয়ে ওঠেন ছোটপর্দার জনপ্রিয় মুখ। তাঁর কর্ণ চরিত্র এতটাই জনপ্রিয় হয়েছিল যে, অনুরাগীরা তাঁকে কর্ণ নামেই ডাকতেন। তবে শুধু মহাভারতই নয়, বেশ কিছু হিন্দি সিনেমাতেও অভিনয় করেছিলেন পঙ্কজ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande