শ্রীভূমি (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড অ্যাজ পেনশন স্কিম বা বৃদ্ধ ভাতা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম বা বিধবা ভাতা এবং ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম বা এনএফবিএস-এর অধীনে শ্রীভূমি পুর এলাকায় যাঁরা সুবিধাভোগী রয়েছেন অথচ আধার লিংক করাননি তাঁদেরকে নিজ নিজ আধার কার্ড শীঘ্রই শ্রীভূমি পুরসভা কার্যালয়ে জমা দিতে আহ্বান জানিয়েছেন শ্রীভূমি পুরসভার কার্যনির্বাহী আধিকারিক।
আজ বুধবার শ্রীভূমি জেলা তথ্য ও জনসংযোগ দফতর থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস