সুলতানপুর, ১৫ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের সুলতানপুর জেলার একটি বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণে ন’জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একই পরিবারের পাঁচ জন সদস্য রয়েছেন। স্থানীয় সূত্রের খবর, মিয়াগঞ্জ গ্রামে বুধবার ভোর ৪টে ৪০ নাগাদ লাইসেন্সপ্রাপ্ত বাজি ব্যবসায়ী নাসিরের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে বাড়িটি সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশেপাশের বাড়িগুলিতেও ফাটল ধরেছে বলে খবর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য