কানপুরে লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন
কানপুর, ১৫ অক্টোবর (হি.স.): দিল্লি-হাওড়া রুটে মঙ্গলবার রাতে একটি পণ্যবাহী ট্রেন (মালগাড়ি) লাইনচ্যুত হয়ে যাওয়ার বেশ কয়েক ঘণ্টা রেল চলাচল ব্যাহত হয়। ঘটনাটি ঘটেছে কানপুরের পাঙ্কি এলাকায়। প্রয়াগরাজ ডিভিশনের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার জের
কানপুরে লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন


কানপুর, ১৫ অক্টোবর (হি.স.): দিল্লি-হাওড়া রুটে মঙ্গলবার রাতে একটি পণ্যবাহী ট্রেন (মালগাড়ি) লাইনচ্যুত হয়ে যাওয়ার বেশ কয়েক ঘণ্টা রেল চলাচল ব্যাহত হয়। ঘটনাটি ঘটেছে কানপুরের পাঙ্কি এলাকায়।

প্রয়াগরাজ ডিভিশনের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার জেরে রাজধানী, গরীব রথ, শ্রম শক্তি এক্সপ্রেস, পুষ্পক এবং মহাবোধি এক্সপ্রেস সহ অনেক ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছয়। কেন এই ঘটনা ঘটল, সেই তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও রেলের তরফে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande