জয়সলমের বাস দুর্ঘটনায় তদন্তের দাবি জানালেন অশোক গেহলট
জয়পুর, ১৫ অক্টোবর (হি.স.): রাজস্থানের জয়সলমেরে ভয়াবহ বাস দুর্ঘটনায় তদন্তের দাবি জানালেন কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মঙ্গলবারের ভয়াবহ ওই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের, অনেকেই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চি
জয়সলমের বাস দুর্ঘটনায় তদন্তের দাবি জানালেন অশোক গেহলট


জয়পুর, ১৫ অক্টোবর (হি.স.): রাজস্থানের জয়সলমেরে ভয়াবহ বাস দুর্ঘটনায় তদন্তের দাবি জানালেন কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মঙ্গলবারের ভয়াবহ ওই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের, অনেকেই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ওই বাস দুর্ঘটনায় তদন্তের দাবি জানিয়ে বুধবার সকালে অশোক গেহলট বলেন, ২০ জন মারা গিয়েছেন, অনেকেই ভেন্টিলেটরে আছেন এবং গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক। বাসে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তদন্ত হওয়া উচিত। আমি শুনেছি বাসটি ১০ দিন আগে আনা হয়েছিল, সম্ভাব্য কারিগরি ত্রুটি নিয়ে প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে এই ধরনের অবহেলা করা উচিত নয়। এই ঘটনাটি কীভাবে ঘটেছে তা নির্ধারণের জন্য কোম্পানির কাছে জবাবদিহিতা করা উচিত, বিশেষ করে যেহেতু বাসটি কোনও দুর্ঘটনায় জড়িত ছিল না। আমি আরও শুনেছি, আগুন লাগার সময় দরজাগুলি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে, তবে এটি নিশ্চিত নয়। সরকারের উচিত একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande