বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউয়ের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ
পাটনা, ১৫ অক্টোবর (হি.স.): বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ। এই তালিকায় রয়েছেন ৫৭ জন। তাৎপর্যপূর্ণভাবে, এই তালিকায় এমন চারটি আসনে প্রার্থী দিয়েছে জেডিইউ, যেগুলিতে নজর
নীতীশ কুমার


পাটনা, ১৫ অক্টোবর (হি.স.): বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ। এই তালিকায় রয়েছেন ৫৭ জন। তাৎপর্যপূর্ণভাবে, এই তালিকায় এমন চারটি আসনে প্রার্থী দিয়েছে জেডিইউ, যেগুলিতে নজর ছিল এনডিএ শরিক লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর নেতা চিরাগ পাসোয়ানের। এ দিন নাম ঘোষণা হওয়া উল্লেখযোগ্য জেডিইউ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিদ্যাসাগর নিষাদ, রত্নেশ সদা, ধুমল সিংহ, বিজয় কুমার চৌধুরি প্রমুখ।

প্রসঙ্গত, গত রবিবার বিহারে আসনরফা চূড়ান্ত করে এনডিএ। উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ৬ নভেম্বর থেকে। দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ফল ঘোষণা ১৪ নভেম্বর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande