আবারও পশ্চিমবঙ্গে ‘ক্যাঙ্গারু কোর্ট’, ভিডিয়ো-সহ কটাক্ষ শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.): “আবারও পশ্চিমবঙ্গে ক্যাঙ্গারু কোর্ট/ সালিশি সভার নামে চলল তৃণমূল নেতার দাদাগিরি।” বুধবার ভিডিয়ো-সহ এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু লিখেছেন, “তৃণমূলের মস্তান নেতার কীর্তি, বর
আবারও পশ্চিমবঙ্গে ‘ক্যাঙ্গারু কোর্ট’, ভিডিয়ো-সহ কটাক্ষ শুভেন্দু অধিকারীর


কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.): “আবারও পশ্চিমবঙ্গে ক্যাঙ্গারু কোর্ট/ সালিশি সভার নামে চলল তৃণমূল নেতার দাদাগিরি।” বুধবার ভিডিয়ো-সহ এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু লিখেছেন, “তৃণমূলের মস্তান নেতার কীর্তি, বর্ধমান পৌরসভার ২৬ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা শেখ কালো অমিত রায় নামে একজন ব্যক্তিকে বেধড়ক মারধর করছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে মার খাওয়া অমিত রায় প্রাণ বাঁচাতে মরিয়া ভাবে অনুনয় বিনয় করছেন তবু মার থামছে না। বড় তলোয়ার নিয়ে মারা হচ্ছে। আইনের শাসন নেই, শাসক তৃণমূলের শাসন অব্যাহত।

কখনো উত্তর দিনাজপুরের চোপড়ায় ব্যভিচারের অভিযোগ তুলে মহিলাকে প্রকাশ্যে নির্মমভাবে পেটায় তৃণমূল কংগ্রেসের রত্ন তাজিমুল ইসলাম ওরফে জেসিবি।

কখনো আবার রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে বেধড়ক মারধর করে তৃণমূল পঞ্চায়েত সদস্য রক্তিম কর।

আবার মালদহের হরিশ্চন্দ্রপুরের রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের ঘনিষ্ঠ তৃণমূল নেতা জিয়াউল হক সালিশি সভা বসিয়ে খোদ পুলিশ কর্মীদের মার খাওয়ায়!

আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং উক্ত ভিডিওতে আইন হাতে তুলে নিতে যাদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন করছি। এরকম চলতে থাকলে বর্তমান পশ্চিমবঙ্গ ব্রিটিশ ও মোগল শাসনের বর্বরতাকেও হার মানাবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande