এভাবে চলতে থাকলে বাঁধ ভেঙে দেওয়ার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের
দার্জিলিং, ১৫ অক্টোবর (হি.স.): “এভাবে চলতে থাকলে ড্যাম ভেঙে দিন, নদীকে তার স্বাভাবিক পথে চলতে দিন।” বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সাম্প্রতিক দুর্যোগের জন্য ডিভিসি-র ভূমিকা নিয়ে সর
এভাবে চলতে থাকলে বাঁধ ভেঙে দেওয়ার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের


দার্জিলিং, ১৫ অক্টোবর (হি.স.): “এভাবে চলতে থাকলে ড্যাম ভেঙে দিন, নদীকে তার স্বাভাবিক পথে চলতে দিন।” বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গের সাম্প্রতিক দুর্যোগের জন্য ডিভিসি-র ভূমিকা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, “২০ বছর ধরে ড্রেজিং করেনি ডিভিসি। মাইথন, পাঞ্চেত, ফারাক্কা, হলদিয়া—সব জায়গায় অবস্থা এক। বর্ষায় জল ছাড়বে, গ্রীষ্মে জল মিলবে না—এ কেমন নীতি?” তাঁর হুঁশিয়ারি, “এভাবে চলতে থাকলে ড্যাম ভেঙে দিন, নদীকে তার স্বাভাবিক পথে চলতে দিন।”

শুধু পাহাড় নয়, জলনির্গমনের সঠিক ব্যবস্থাপনায় কেন্দ্রের ব্যর্থতার দিকেও আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ভুটান-সহ পড়শি রাজ্যগুলির অতিরিক্ত জলই বাংলার বন্যার মূল কারণ। প্রশ্ন তোলেন, “ভুটানের জল আমাদের ভাসিয়ে দেবে, আর ওরা ক্ষতিপূরণ দেবে না? হোয়াই উই সাফার এভরিটাইম?”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande