কলিয়াবরের উলুবনীতে সড়ক দুৰ্ঘটনা, হত বাবা, আহত শিশুকন্যা
কলিয়াবর (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবর থানাধীন উলুবনী চারিআলিতে সংঘটিত ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে জনৈক ব্যক্তির। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে নিহত ব্যক্তির শিশুকন্যার। নিহত ব্যক্তিকে প্ৰসন্ন বরা এবং আহতকে ত
কলিয়াবরের উলুবনীতে সড়ক দুৰ্ঘটনা, হত বাবা, আহত শিশুকন্যা


কলিয়াবর (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবর থানাধীন উলুবনী চারিআলিতে সংঘটিত ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে জনৈক ব্যক্তির। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে নিহত ব্যক্তির শিশুকন্যার। নিহত ব্যক্তিকে প্ৰসন্ন বরা এবং আহতকে তাঁর শিশুকন্যা জিয়ানা বরা বলে শনাক্ত করা হয়েছে।

আজ সকালে মেয়েকে স্কুলে দিতে তেজপুর থেকে কলিয়াবরের উদ্দেশ্যে বাইকে করে আসছিলেন প্রসন্ন বরা। কিন্তু চারিআলি এলাকায় আসার পর আরজে ০২ জিসি ৪৫৭১ নম্বরের একটি ট্ৰাক প্রসন্নবাবুর বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় বাইক থেকে বাবা ও মেয়ে ছিটকে পড়েন। তখন প্রসন্নবাবুর পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যায়। এদিকে প্রচণ্ড রক্তক্ষরণ ঘটলে মৃত্যুবরণ করেন প্রসন্ন বরা।

ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশের দল। তাঁরা গুরুতরভাবে আহত স্কুলছাত্ৰী জিয়ানা বরাকে জখলাবন্ধা হাসপাতালে নিয়ে ভরতি করার পাশাপাশি নিহত প্রসন্ন বরার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande