বৃহস্পতিবার শ্রীভূমি সফরে অসম বিধান সভার সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটি
বৃহস্পতিবার শ্রীভূমি সফরে অসম বিধানসভার সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটি শ্রীভূমি (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার শ্রীভূমি সফরে আসছেন অসম বিধানসভার বিভিন্ন উন্নয়ন বিভাগ সংক্রান্ত সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটি। আজ বুধবার জেলা তথ্য
বৃহস্পতিবার শ্রীভূমি সফরে অসম বিধান সভার সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটি


বৃহস্পতিবার শ্রীভূমি সফরে অসম বিধানসভার সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটি

শ্রীভূমি (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার শ্রীভূমি সফরে আসছেন অসম বিধানসভার বিভিন্ন উন্নয়ন বিভাগ সংক্রান্ত সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটি।

আজ বুধবার জেলা তথ্য ও জনসংযোগ দফতের এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ অন্য সদস্যরা শ্রীভূমি এসে পৌঁছবেন। ওই দিন সকাল ১১টায় কমিটির সদস্যরা শ্রীভূমির ক্ষেত্র পরিদর্শন করবেন। বিকাল তিনটা পর্যন্ত চলবে কমিটির ক্ষেত্র পরিদর্শন।

ওই দিনই সন্ধ্যা পাঁচটায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ সদস্যরা জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলাশাসক সহ বন ও পরিবেশ, পূর্ত (সড়ক ও ভবন), জনস্বাস্থ্য ও কারিগরি, বিদ্যুৎ, সাধারণ প্রশাসন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, ভবন ও নগর উন্নয়ন এবং জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে কমিটির সদস্যরা শিলচর ফিরে যাবেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande