তৃণমূল মিছিলে এসেও ভোট বিজেপিকে দিচ্ছেন, লজ্জা থাকা উচিত: কড়া মন্তব্য জেলা সভাপতির
বাঁকুড়া, ১৫ অক্টোবর (হি. স.): “তৃণমূলের মিছিলে আসছেন অথচ ভোট দিচ্ছেন বিজেপিকে। আপনাদের লজ্জা থাকা দরকার।” শালতোড়া বিধানসভা অঞ্চলের গঙ্গাজলঘাটি ব্লক-২-এ তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীর সভায় বুধবার একথা বলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্ক
তৃণমূল মিছিলে এসেও ভোট বিজেপিকে দিচ্ছেন, লজ্জা থাকা উচিত: কড়া মন্তব্য জেলা সভাপতির


বাঁকুড়া, ১৫ অক্টোবর (হি. স.): “তৃণমূলের মিছিলে আসছেন অথচ ভোট দিচ্ছেন বিজেপিকে। আপনাদের লজ্জা থাকা দরকার।” শালতোড়া বিধানসভা অঞ্চলের গঙ্গাজলঘাটি ব্লক-২-এ তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীর সভায় বুধবার একথা বলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায়। তিনি আরও বলেন, “নেতাদের তেল মারবো আর দলটাকে হারাবো। এমন কিছু হতে দেবো না।”

তারাশঙ্করবাবু বলেন, “সর্ষের মধ্যে ভূত আছে। কারা সবাই জানেন। না হলে শালতোড়ায় দল কেন হারবে?” তাঁর এই মন্তব্যকে জেলা রাজনীতিতে গোষ্ঠীবিভাজন ও বিশ্বাসঘাতকতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। খাতড়া, গঙ্গাজলঘাটি ও রানিবাঁধেও একই রকম সমালোচনামূলক মন্তব্য করেন। তাঁর দাবি, “দলের ভিতরে থাকা বিভাজনই বারবার আমাদের ক্ষতি করেছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande