কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.): পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে দুটি এসি ‘ইমু’ (ইএমইউ) লোকালের অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে।
বেলঘরিয়া ও শ্যামনগর স্টেশনে 31638/31637 রানাঘাট - শিয়ালদা এবং শিয়ালদা - রানাঘাট এসি ইএমইউ লোকাল এবং 33762/33761 রানাঘাট - বনগাঁ - শিয়ালদা এবং শিয়ালদা- বনগাঁ- রানাঘাট লোকালের অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক মাসের জন্য পরীক্ষামূলক ভিত্তিতে মছলন্দপুর ও চাঁদপাড়া স্টেশনেও থামবে এই এসি ট্রেন। রেল সূত্রে এই বিষয়ে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত