কল্যাণপুর (ত্রিপুরা), ১৫ অক্টোবর (হি.স.) : খোয়াই জেলার কল্যাণপুরের পশ্চিম ঘিলাতলির মণিপুরী বস্তিতে উচ্চ ভোল্টেজের তার মাটিতে পড়ে থাকার কারণে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বারবার এই বিষয়ে জানানো সত্ত্বেও বিদ্যুৎ নিগমের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী বুধবার শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আশ্বস্ত করেছেন যে, ঘটনার দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর সঙ্গে ব্লক চেয়ারম্যান সোমেন ঘোষ, মহকুমা ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, “এই অকাল মৃত্যু আমাদের সকলকে নাড়া দিয়েছে। আমি বিদ্যুৎ নিগমকে বলেছি যাতে অবহেলার কোনও সুযোগ না থাকে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন আর না ঘটে।”
এদিকে, স্থানীয়রা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং প্রশাসনের কাছ থেকে নিহতের পরিবারকে সাহায্যের দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ