বিশালগড়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
বিশালগড় (ত্রিপুরা), ১৫ অক্টোবর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড়ের কড়ুইমুড়া তেবাড়িয়া এলাকায় এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন। মৃতার নাম অঞ্জলি সরকার। অঞ্জলি সরকারের এক নিকটাত্মীয় জানান, বাড়ির উপর দিয়ে হুক লাইনের তার নিয়ে যাওয়ায়
মৃত্যু


বিশালগড় (ত্রিপুরা), ১৫ অক্টোবর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড়ের কড়ুইমুড়া তেবাড়িয়া এলাকায় এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন। মৃতার নাম অঞ্জলি সরকার।

অঞ্জলি সরকারের এক নিকটাত্মীয় জানান, বাড়ির উপর দিয়ে হুক লাইনের তার নিয়ে যাওয়ায় বহুবার আপত্তি জানানো সত্ত্বেও গোপাল সরকার নামের ব্যক্তি তা অগ্রাহ্য করেন। বুধবার সকালে ওই হুক লাইনের তারটি অঞ্জলি সরকারের উঠানে পড়ে যায়। অঞ্জলি সরকার তার উঠানের এক পাশে সরাতে যান, তখন তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন।

পরিবারের সদস্যরা অঞ্জলি সরকারকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande