পূর্ব বর্ধমান, ১৭ অক্টোবর (হি.স.): ডাম্পারের সাথে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল একটি যাত্রিবাহী বাস। চালক খালাসি-সহ আহত হয়েছেন ৯ জন যাত্রী। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম পুটশুড়ি রাস্তায় গিরিনগর এলাকায়।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় ৩ জনকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেমারি -সুটরা রোডের বাসটি ভোরে সুটরা থেকে ছেড়ে কুসুমগ্রামের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ডাম্পারটিকে পাশ দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বাড়ি এক বাসিন্দা বলেন, সকলে ঘুমিয়েছিলাম। বাড়ির ক্ষয়ক্ষতি হলেও কপাল জোরে আমরা বেঁচে গিয়েছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ