হুগলিতে বাজির আগুনে আংশিক পুড়লো বিজেপি নেতার আত্মীয়ের বাড়ি
খানাকুল, ২২ অক্টোবর (হি.স.): বাজি থেকে আগুন বিজেপি নেতার আত্মীয়ের বাড়িতে। স্থানীয় বাসিন্দারা বালতি করে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। বেশ কিছু স্থানীয় তৃণমূল কর্মী আগুন নেভাতে সহায়তা করেন বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকল ও খানাক
হুগলিতে বাজির আগুনে আংশিক পুড়লো বিজেপি নেতার আত্মীয়ের বাড়ি


খানাকুল, ২২ অক্টোবর (হি.স.): বাজি থেকে আগুন বিজেপি নেতার আত্মীয়ের বাড়িতে। স্থানীয় বাসিন্দারা বালতি করে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। বেশ কিছু স্থানীয় তৃণমূল কর্মী আগুন নেভাতে সহায়তা করেন বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকল ও খানাকুল থানার পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার রাতে বিজেপির মৎস্য কর্মাধ্যক্ষের কাকার বাড়িতে বাজি থেকে আগুন লাগে। স্থানীয় লোকজন শুরুতে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়েই ছুটে আসেন এক তৃণমূল নেতা। তিনিও আগুন নেভানোর কাজ করেন। পরে খানাকুল থানার পুলিশ ও দমকল এলাকায় গিয়ে পৌঁছন। স্থানীয় সূত্রে জানা গেছে, কালীপুজো উপলক্ষে স্থানীয় কিছু শিশু বাজি ফাটাচ্ছিল। সেখান থেকেই ওই মাটির বাড়িতে আগুন লাগে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande