বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় নিহত এক, আহত দুই
বাঁকুড়া, ২২ অক্টোবর (হি.স.) : বুধবার সকাল ১১টা নাগাদ বাঁকুড়া জেলার আধাকাটা এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবক নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, তিন যুবক একই মোটরসাইকেলে করে বাকাদাহ থেকে খরকাটা যাচ্ছিলেন। আধাকাটার কাছে তাদ
বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় নিহত এক, আহত দুই


বাঁকুড়া, ২২ অক্টোবর (হি.স.) : বুধবার সকাল ১১টা নাগাদ বাঁকুড়া জেলার আধাকাটা এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবক নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, তিন যুবক একই মোটরসাইকেলে করে বাকাদাহ থেকে খরকাটা যাচ্ছিলেন। আধাকাটার কাছে তাদের মোটরসাইকেলটি দ্রুতগতিতে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ধাক্কা এতটাই তীব্র ছিল যে তিনজনই রাস্তা থেকে ছিটকে পড়েন।

স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা একজন যুবককে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি ও মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করেছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande