
কলকাতা, ২৫ অক্টোবর, (হি.স.): ছট পূজা উপলক্ষে শিয়ালদহ ও বালিয়ার মধ্যে একটি অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
০৩১৮১ শিয়ালদা – বালিয়া অসংরক্ষিত বিশেষ ট্রেন ২৫.১০.২০২৫ তারিখে শিয়ালদা থেকে সকাল ১০:০৫ টায় ছেড়ে পরের দিন ভোর ৪:০০ টায় বালিয়ায় পৌঁছাবে। ০৩১৮২ বালিয়া – শিয়ালদা অসংরক্ষিত বিশেষ ট্রেন
২৫.১০.২০২৫ তারিখে বালিয়া থেকে সকাল ৭:০০ টায় ছেড়ে যাবে। পরের দিন ২৬ অক্টোবর শিয়ালদহ পৌঁছাবে বেলা দেড়টায়।
ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, অন্ডাল, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ এবং সিমুলতলা স্টেশনে পূর্ব রেলের অধিক্ষেত্রে উভয় দিকেই থামবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত