অমৃতসর-পুর্ণিয়াগামী জনসেবা এক্সপ্রেসে আগুন
পাটনা, ২৪ অক্টোবর (হি. স.) : অমৃতসর-পুর্ণিয়াগামী জনসেবা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাাান্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ১৪৬১৮ ট্রেনটি শুক্রবার সন্ধেবেলায় বিহারের সমস্তিপুরের কাছে সোনবর্ষা কুছেরি স্টেশনের কাছে ছিল, সেই সময়েই ট্রে
অমৃতসর-পুর্ণিয়াগামী জনসেবা এক্সপ্রেসে আগুন


পাটনা, ২৪ অক্টোবর (হি. স.) : অমৃতসর-পুর্ণিয়াগামী জনসেবা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাাান্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

১৪৬১৮ ট্রেনটি শুক্রবার সন্ধেবেলায় বিহারের সমস্তিপুরের কাছে সোনবর্ষা কুছেরি স্টেশনের কাছে ছিল, সেই সময়েই ট্রেনের জেনারেল কামরায় আগুন লাগে বলে যাত্রীদের দাবি।

তদন্তে রেল কর্তাদের অনুমান, বিড়ি বা সিগারেট থেকে এই আগুন লেগে খাকতে পারে, তবে মোবাইল ফোন বিস্ফোরণেও এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে দ্রুত ওই আগুন গোটা কামরায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি থামাতে ট্রেনের অগ্নিনির্বাপণ যন্ত্রগুলি কাজে লাগানো হয়।

যদিও রেল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত আগুন নেভানো হয়েছে। সকল যাত্রীদের ওই কামরা থেকে নামিয়ে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল এবং পুলিশ, কী ভাবে আগুন লাগল, জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande