৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরের প্রথম রাজ্যসভা নির্বাচন, এনসি ৩টি ও বিজেপি ১টিতে জয়ী
শ্রীনগর, ২৪ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ ধারা বিলোপের পর প্রথম রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হল। শুক্রবারের রাজ্যসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স জিতেছে ৩টি রাজ্যসভা আসনে এবং বিজেপি জিতেছে একটি আসনে। ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথমবার জ
৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরের প্রথম রাজ্যসভা নির্বাচন, এনসি ৩টি ও বিজেপি ১টিতে জয়ী


শ্রীনগর, ২৪ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ ধারা বিলোপের পর প্রথম রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হল। শুক্রবারের রাজ্যসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স জিতেছে ৩টি রাজ্যসভা আসনে এবং বিজেপি জিতেছে একটি আসনে। ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথমবার জম্মু ও কাশ্মীরের চারটি রাজ্যসভা আসন পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শ্রীনগরে বিধানসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে বিধায়করা তিনটি ভোটকেন্দ্রে তাঁদের ভোট দেন। এনসি-র চৌধুরী মুহাম্মদ রমজান, সাজ্জাদ কিচলু এবং গুরবিন্দর সিং ওবেরয় জয়ী হয়েছেন, যেখানে বিজেপির সত শর্মা চতুর্থ আসনটি জিতেছেন। উল্লেখ্য, প্রায় এক দশক বিধানসভা ভোট না হওয়ায় ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে আসনগুলি খালি পড়ে ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande