অনূর্ধ্ব - ২৩ কর্নেল সি কে নাইড়ু ট্রফিতে হরিয়ানাকে ৬ উইকেটে হারিয়ে জিতল বাংলা
কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : বাংলার অনূর্ধ্ব - ২৩, পুরুষ ক্রিকেট দল সরাসরি দ্বিতীয় জয় পেল। সুলতানপুরের মাটিতে বুধবার কর্নেল সি কে নাইড়ু ট্রফিতে হরিয়ানাকে ৬ উইকেটে হারিয়ে জিতল বাংলা দল। এদিন জয়ের সুবাদে ১২ পয়েন্ট সুনিশ্চিত করেছে বাংলা দল। উল্
সুলতানপুরে হরিয়ানাকে ৬ উইকেটে হারিয়ে জিতল বাংলা


কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : বাংলার অনূর্ধ্ব - ২৩, পুরুষ ক্রিকেট দল সরাসরি দ্বিতীয় জয় পেল। সুলতানপুরের মাটিতে বুধবার কর্নেল সি কে নাইড়ু ট্রফিতে হরিয়ানাকে ৬ উইকেটে হারিয়ে জিতল বাংলা দল। এদিন জয়ের সুবাদে ১২ পয়েন্ট সুনিশ্চিত করেছে বাংলা দল। উল্লেখ্য, বাংলার দুই খেলা থেকে এ পর্যন্ত সংগ্রহ - ২৭ পয়েন্ট। এদিন দ্বিতীয় ইনিংসে বাংলার সুখমীত সিং বোলিংয়ে সফল। ৫৮ রান দিয়ে তাদের ৮ টি উইকেট তুলে নিয়েছে। সেইসঙ্গে অপরাজিত আয়ূশ কুমার সিং এর অনবদ্য ব্যাটিং ও ৫৫ রান উল্লেখযোগ্য। বিপক্ষের রান তাড়া করতে গিয়েই সে যোগ্য সঙ্গত করেছে। বুধবার খেলার শেষ ও অন্তিম দিনে জয়ের জন্য বাংলার সামনে ১১৩ রানের টার্গেট বেঁধে দেয় হরিয়ানা। ৪ উইকেট হারিয়ে বাংলা দল প্রয়োজনীয় রান তুলে নিয়েছে। প্রসঙ্গত, প্রথম ইনিংসে হরিয়ানার দলগত স্কোর - ২৫৫ রান। এর জবাবে বাংলা ২৫৯ রানের ইনিংস উপহার দেয়। দ্বিতীয় ইনিংসে হরিয়ানাকে ১১৬ রানে ধরাশায়ী করে ফেলে বাংলা দল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande