
অমৃতসর, ২৯ অক্টোবর (হি. স.) : আসামকে ৪ - ০ গোলের ব্যবধানে বুধবার তাদের হারিয়ে বাংলার দ্বিতীয় জয় ঝুলিতে। সুদূর পাঞ্জাব রাজ্যের অমৃতসরে শ্রী গুরু হরগোবিন্দ সাহিব ফুটবল স্টেডিয়ামে সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতার আসর। এদিনের জয়ের সুবাদে সেমিফাইনালে পৌঁছতে একধাপ এগিয়ে গেল বাংলা। আইএফএ জানিয়েছে, প্রধান কোচ গৌতম ঘোষের প্রশিক্ষনাধীন বাংলার ছেলেরা এদিন সকালে ৪ - ০ গোলের ব্যবধানেই প্রতিবেশী রাজ্য আসাম'কে হারিয়ে দিয়েছে| উল্লেখযোগ্য ভূমিকা পালন করে - বাংলার অধিনায়ক সাগ্নিক কুন্ডু। এদিনের খেলায় সে হ্যাটট্রিক করেছে। উল্লেখ্য, প্রথমার্ধের খেলাতে ২৫ মিনিটে জয়সূচক গোলটি করেছে - সাগ্নিক। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি। একের পর এক গোল করেই চলে এবং দলকে সামনের দিকে এগিয়ে দেয়। বিরতির আগে পর্যন্ত প্রথমার্ধের খেলায় ১-০ গোল।এরপর তা বাড়িয়ে নিয়েছে বাংলা দল। দ্বিতীয়ার্ধের ৭২ ও ৭৫ মিনিটে যথাক্রমে পরপর দুটি গোল করেছে সাগ্নিক কুণ্ডু। একমাত্র ব্যাতিক্রম সিদু সোরেন। এদিনের খেলাতে দ্বিতীয় গোলটি করেছে এবং তা দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে। সাগ্নিকের সঙ্গে সে ব্যবধান বাড়াতে সহায়ক ভূমিকা পালন করেছে। এদিনের খেলায় তৃতীয় ও চতুর্থ গোল সাগ্নিকের। প্রসঙ্গত, যদিও এই নিয়ে টানা দুই ম্যাচে জয় পেল বাংলা দল। চলতি সপ্তাহে ফের নামছে বাংলা দল। সাব - জুনিয়র জাতীয় পুরুষ ফুটবল প্রতিযোগিতায় আগামী শুক্রবার বাংলা দলের গ্রুপ পর্যায়ের শেষ খেলা । উত্তরপ্রদেশের মুখোমুখি হবে বাংলা দল। এর আগে প্রথম খেলায় বাংলা ৩-০ ব্যবধানে কর্ণাটককে হারিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত