মহিলা অনূর্ধ্ব - ১৯, টি টোয়েন্টি ট্রফি ক্রিকেটে ৩৫ রানে বাংলার পরাজয়, কর্ণাটক জয়ী
মহারাষ্ট্র, ২৯ অক্টোবর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ১৯, টি টোয়েন্টি ট্রফি ক্রিকেটে কর্ণাটকের কাছে ৩৫ রানে হারল বাংলা দল। বুধবার এই ফলাফলের খবর পৌঁছেছে। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এদিন জানিয়েছে যে, নাগপুরে প্রথম ব
মহিলা অনূর্ধ্ব - ১৯, টি টোয়েন্টি ট্রফি ক্রিকেটে ৩৫ রানে বাংলার পরাজয়, কর্ণাটক জয়ী


মহারাষ্ট্র, ২৯ অক্টোবর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ১৯, টি টোয়েন্টি ট্রফি ক্রিকেটে কর্ণাটকের কাছে ৩৫ রানে হারল বাংলা দল। বুধবার এই ফলাফলের খবর পৌঁছেছে। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এদিন জানিয়েছে যে, নাগপুরে প্রথম ব্যাটিংয়ে কর্ণাটকের দলগত স্কোর - ৪ উইকেটে ১৬১ রান। নির্ধারিত ২০ ওভারে বিপক্ষের ওই ইনিংসে বাংলার দিয়া নন্দী তিনটি উইকেট তুলে নেয়।এদিকে, বাংলা দলের দ্বিতীয় ব্যাটিং আশাব্যঞ্জক হয় নি। কর্ণাটকের আক্রমণের ফলে বাংলার খেলোয়াড়রা ১২৬ রান তুলতে সমর্থ হয়েছে। ২০ ওভারে ৭ টি উইকেট হারিয়ে ফেললেও রান রেট ছিল অত্যন্ত কম। এর মধ্যেই উল্লেখযোগ্য, বাংলার হয়ে যোগ্য জবাব দিতে তৈরি ঈপ্সিতা মন্ডল ৪৬ বলে ৫৩ রান ব্যাক্তিগতভাবে সংগ্রহ করে। যদিও সে ব্যর্থ। পরাজয় স্বীকার করে বাংলা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande