শিমলায় গভীর খাদে গাড়ি পড়ে মৃত ২ , আহত ১
শিমলা, ৮ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে চিদগাঁও এলাকায় । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, চিদগাঁও-খাবল মহাসড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে দুজন প্র
শিমলায় গভীর খাদে গাড়ি পড়ে মৃত ২ , আহত ১


শিমলা, ৮ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে চিদগাঁও এলাকায় । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, চিদগাঁও-খাবল মহাসড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে দুজন প্রাণ হারায় । আহত আরও একজন। মৃতদের নাম রাজবন্ত (৩৬) এবং বিশাল (৪২) । তার উভয়ই সান্দাওয়াড়ির বাসিন্দা । আহত ব্যক্তির নাম কামরাজ । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তিকে হাসপতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande