রাজস্থানে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত তিন ,আহত ২
শ্রীগঙ্গানগর, ৮ অক্টোবর (হি.স.): রাজস্থানের শ্রীগঙ্গানগরে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে জৈতসার থানার অন্তর্গত সুরতগড়–অনূপগড় মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারায় তিন যুবক। গুরুতর আহত আরও ২ জন। ঘটনাটি ঘটেছে জিবি পুলিয়ার কাছে। জানা গেছে , একটি গাড়ি নিয়ন্ত্র
দুর্ঘটনা


শ্রীগঙ্গানগর, ৮ অক্টোবর (হি.স.): রাজস্থানের শ্রীগঙ্গানগরে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে জৈতসার থানার অন্তর্গত সুরতগড়–অনূপগড় মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারায় তিন যুবক। গুরুতর আহত আরও ২ জন। ঘটনাটি ঘটেছে জিবি পুলিয়ার কাছে। জানা গেছে , একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকে ধাক্কা মারে। গাড়িতে ৫ জন যুবক ছিলেন, তাঁরা অনূপগড় থেকে সুরতগড় যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীগঙ্গানগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান , মৃতরা হলেন সুরেন্দ্র (২৪), নরেশ (১৮) এবং কালুরাম (১৮)। আহতরা হলেন সুরেন্দ্র সিং ও জগদীশ কুমার। সকলে অনূপগড়ের ২ পিজিএমবি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande