হিমাচলের বিলাসপুরে উদ্ধারকাজ জারি, মৃতের সংখ্যা বেড়ে ১৬
বিলাসপুর, ৮ অক্টোবর (হি.স.): মঙ্গলবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের বিলাসপুরে বালুরঘাট এলাকায় ভয়াবহ ধসের নীচে চাপা পড়ে একটি বেসরকারি বাস। মঙ্গলবারের সেই ঘটনার পরে বুধবার সকালে এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে। বুধবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬।
হিমাচলের বিলাসপুরে উদ্ধারকাজ জারি, মৃতের সংখ্যা বেড়ে ১৬


বিলাসপুর, ৮ অক্টোবর (হি.স.): মঙ্গলবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের বিলাসপুরে বালুরঘাট এলাকায় ভয়াবহ ধসের নীচে চাপা পড়ে একটি বেসরকারি বাস। মঙ্গলবারের সেই ঘটনার পরে বুধবার সকালে এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে। বুধবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। এনডিআরএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট করম সিং বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা ৬.৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ওই বাসে ১৮ জন যাত্রী ছিলেন। ইতিমধ্যে ১৬ জনের দেহ উদ্ধার হয়েছে। আরও একজন এখনও নিখোঁজ রয়েছেন। আমরা সেই ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান চালিয়ে যাব।’

বিলাসপুরের ঝানদুত্তার ভাল্লু গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। মারোটান-ঘুমারউইন রুটে একটি যাত্রীবাহী বাস ভূমিধসের কবলে পড়ে। দুই শিশু সামান্য আহত হয়েছে এবং বিলাসপুর এইমস থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার ও উদ্ধার অভিযান চলছে, সিএইচসি বার্থিনে ময়নাতদন্ত করা হয়েছে এবং নিকটাত্মীয়দের তাৎক্ষণিকভাবে ২৫,০০০ টাকা ত্রাণ প্রদান করা হয়েছে। বুধবার সকালে এনডিআরএফ এবং দমকল কর্মীরা দু'টি শিশুকে সফলভাবে উদ্ধার করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande