আমলার ‘শো কজ’-এর জবাব এবং রাজ্যের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কৌতূহল নবান্নে
কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): দীর্ঘদিন বাদে রাজ্যের এক আমলাকে ‘শো কজ’ করা নিয়ে পুরোদস্তুর কৌতূহল তৈরি হরেছে নবান্নে। বুধবারের মধ্যে তাঁর জবাব দেওয়ার কথা। পাহাড়ে দুর্যোগের পরিস্থিতিতে অবহেলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার উৎসবের মধ্যেই রাজ্যে আছড
আমলার ‘শো কজ’-এর জবাব এবং রাজ্যের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কৌতূহল নবান্নে


কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): দীর্ঘদিন বাদে রাজ্যের এক আমলাকে ‘শো কজ’ করা নিয়ে পুরোদস্তুর কৌতূহল তৈরি হরেছে নবান্নে। বুধবারের মধ্যে তাঁর জবাব দেওয়ার কথা। পাহাড়ে দুর্যোগের পরিস্থিতিতে অবহেলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এবার উৎসবের মধ্যেই রাজ্যে আছড়ে পড়েছে প্রাকৃতিক বিপর্যয়। উত্তরবঙ্গে ভারী বর্ষণ ও ধস কেড়ে নিয়েছে বহু প্রাণ। এর সঙ্গে যুক্ত হয়েছে ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গেও ফের বন্যার ভ্রুকুটি। এই পরিস্থিতির কারণে নবান্নে অবস্থিত নিয়ন্ত্রণকক্ষের গুরুত্ব এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে।

এহেন গুরুত্বপূর্ণ সময়েই নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা এক ডব্লুবিসিএস অফিসারের বিরুদ্ধে উঠেছে চূড়ান্ত গাফিলতির অভিযোগ। সকাল ৮টার বদলে বেলা সাড়ে ১১টায় কাজে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, অফিস থেকে তিনি বেরিয়ে গিয়েছেন বিকেল সাড়ে ৫টা নাগাদ। আসল বিড়ম্বনার শুরু এবার!

ওই দিনই সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কন্ট্রোল রুমের ল্যান্ডলাইনে ফোন করে ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলতে চান মুখ্যসচিব মনোজ পন্থ স্বয়ং। রাজ্যের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতেই ফোন করেছিলেন তিনি। কিন্তু বিস্তর খোঁজাখুঁজির পরও নবান্নে তাঁর দেখা মেলেনি।

সূত্রের খবর, কন্ট্রোল রুম থেকে এক সিভিল ডিফেন্স ভলান্টিয়ার তাঁকে ফোন করলে তিনি জানান, তাঁর শিফট শেষ হয়ে গিয়েছে। পরের শিফটের দায়িত্বে থাকা আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে বলে কার্যত যাবতীয় দায় এড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই বিসিএস অফিসারের বিরুদ্ধে।

শেষমেষ এই খবর পৌঁছয় মুখ্যসচিবের দফতরে। তারপরই কাজে গাফিলতির অভিযোগে ওই সময়ে নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা আমলাকে শোকজ করে নবান্ন।

এই অবস্থায় তাঁর বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শাতে বলেছে নবান্ন। ৮ অক্টোবরের মধ্যে তাঁকে লিখিত আকারে এর জবাব দিতে হবে। প্রশাসনিক মহলের বক্তব্য, উৎসব মরশুমে এই বিশেষ কন্ট্রোল রুম চলছে সরাসরি মুখ্যসচিবের নজরদারিতে। তাই কোনও অফিসারের কাজে গাফিলতির বিষয়টি একেবারেই হাল্কাভাবে নিচ্ছে না নবান্ন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande