তৃণমূলের জন্য বাংলায় রাজনৈতিক হিংসা বেড়েছে : দিলীপ ঘোষ
খড়গপুর, ৮ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার বাড়বাড়ন্তের জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, তৃণমূলের জন্য বাংলায় রাজনৈতিক হিংসা বেড়েছে। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে
দিলীপ ঘোষ


খড়গপুর, ৮ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার বাড়বাড়ন্তের জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, তৃণমূলের জন্য বাংলায় রাজনৈতিক হিংসা বেড়েছে। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, বাগেশ্বর বাবার সভা বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের লোকজন ৯টি স্থানে জোর করে রাবণ দহন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। সরকার বন্যার কারণে সংকটে থাকা মানুষদের কাছে দর্শক হিসেবে দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটি কার্নিভাল করছিলেন, রাজ্যে গুন্ডামি শুরু হয়ে গেছে। বিশেষ করে, বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের এতে ব্যবহার করা হচ্ছে।

উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য রাজ্যব্যাপী তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি। এদিন সকালে খড়গপুরের বোগদা এলাকায়, বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং বিজেপি কর্মীরা শহরের রেলস্টেশন চত্বরে ত্রাণ তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছেন। দিলীপ ঘোষ বলেছেন, উত্তরবঙ্গের বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার্তদের সাহায্য করার জন্য, বাংলা জুড়ে বিজেপি কর্মীরা ত্রাণ তহবিল সংগ্রহ করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande