চুড়াইবাড়ি (অসম), ৮ অক্টোবর (হি.স.) : দক্ষিণ অসমের শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের অভিযানে আবারও উদ্ধার হয়েছে বহু লক্ষ টাকা মূল্যের নেশাজাতীয় ‘এসকফ’ ব্ৰ্যান্ডের কফ সিরাপ। এবার ৩০ লক্ষাধিক টাকা মূল্যের ‘এসকফ’ উদ্ধার হয়েছে চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের অভিযানে। নেশাদ্রব্য পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে অসমের কামরূপ জেলান্তর্গত হাজো থানাধীন শিঙিমারির বাসিন্দা লরির চালক ও সহ-চালক যথাক্রমে মনু বর্মণ এবং রবি বর্মণকে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে নিষিদ্ধ কফ সিরাপ পাচারে ব্যবহৃত এএস ০১ এসসি ৬৪৮৪ নম্বরের ছয় চাকার লরিটি।
অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি (অসম) পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ বুধবার সকালে গুয়াহাটি থেকে ত্রিপুরার রাজধানী আগরতলাগামী এএস ০১ এসসি ৬৪৮৪ নম্বরের ছয় চাকার একটি লরি চেকগেটে আসে। লরিতে বেশ কিছু খুচরো পণ্য সামগ্রী বোঝাই ছিল। লরিতে তালাশি চালিয়ে ১২টি ইলেকট্রনিক্স ট্রান্সফরমার বক্স থেকে তিন হাজার (৩,০০০) শিশি নেশাজাতীয় ‘এসকফ’ ব্ৰ্যান্ডের কফ সিরাপ উদ্ধার করেন অভিযানকারী পুলিশকৰ্মীরা। উদ্ধারকৃত কফ সিরাপগুলির কালোবাজারি মূল্য ৩০ লক্ষাধিক টাকা হবে, বলেন পুলিশ অফিসার প্রণব মিলি।
ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে মনু বর্মণ এবং রবি বর্মণের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার উভয়কে শ্রীভূমিতে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে, জানান তিনি।
এখানে উল্লেখ করা যেতে পারে, অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের অভিযানে গত ৫ অক্টোবর এবং গতকাল ৭ অক্টোবর সকালে আগরতলাগামী পণ্য বোঝাই লরি থেকে উদ্ধার হয়েছে যথাক্রমে প্রায় দুই কোটি টাকা এবং ৩০ লক্ষাধিক টাকা মূল্যের ‘এসকফ’ ব্ৰ্যান্ডের কফ সিরাপ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস