গৌতম বুদ্ধ নগর, ৮ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে বাড়ি রঙের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায় এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে , জেওয়ার থানার অন্তর্গত মুকিমপুর সিওয়ারা গ্রামে ।মৃতের নাম দেবদত্ত । ঘটনার পর জেওয়ার থানায় অভিযোগ দায়ের করে মৃতের ভাই মুকেশ। তাঁর অভিযোগ , মঙ্গলবার মুকিমপুর গ্রামে টিটু নামের এক বাসিন্দার বাড়ি রং করতে যায় দেবদত্ত সহ অন্যান্য শ্রমিকেরা। বাড়ি রঙের সময় হঠাৎই বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে । গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । ঘটনার পর এখনও পর্যন্ত পলাতক বাড়ির মালিক । ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক