ডোডা, ৮ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের ডোডাতে ভরত বাগলা অঞ্চলে বুধবার সকালে ভয়াবহ ভূমিধসের ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত আরও ৬ জন। জানা গেছে, বাসওয়াল এলাকার একটি পাহাড় থেকে হঠাৎ পাথর গড়িয়ে নেমে আসে এবং একটি গাড়ির উপর আছড়ে পড়ে। এতে গাড়িতে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন।
মৃতার নাম রজিয়া বেগম। আহতদের মধ্যে রয়েছেন সোনিয়া দেবী (৩২), জুলেখা বেগম (৩০), কামরান (২২ মাস), গুলাম হাসান (৩১) এবং ইমরান হুসেন (৪)। তাঁদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা স্থিতিশীল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সতর্কতার কারণে সাময়িকভাবে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষার সময় ডোডার পাহাড়ি এলাকায় বারবার ভূমিধসের ঘটনা ঘটছে, যা এখন বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য