কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): আগরতলায় যাচ্ছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বুধবার সকালে আগরতলায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ বলেন, ‘খগেন মুর্মুর সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক নয়। কিন্তু কেউ যদি ফটোশুট করতে যান, তা হলে তাঁকে জনরোষের মুখে পড়তে হবে। তৃণমূল কাউকে ভয় পায় না। পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্র কোনও বিজেপি শাসিত রাজ্যে নেই।’
তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেন, যদি বিজেপির ফ্রন্টলাইন কর্মীরা প্রতিশোধ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে এই কাজ (দলের ত্রিপুরা অফিসে হামলা) করে থাকে, তাহলে আমরা পরিস্থিতি মূল্যায়ন করব এবং আমাদের কর্মীদের বার্তা দেব যে, তারা একা নন। যখন থেকে বিজেপি শুনেছে যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল ত্রিপুরা সফর করছে, তখন থেকেই হুমকি বার্তা শুরু হয়ে গেছে। এরপর কী হবে তার সাক্ষী আপনারা সকলেই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা