খগেনের সঙ্গে দেখা করলেন সুকান্ত, শারীরিক অবস্থার নিলেন খোঁজ
শিলিগুড়ি, ৮ অক্টোবর (হি.স.): অসুস্থ অবস্থায় শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বুধবার সকালে হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখে করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। খগেন মুর্মুর শারীরিক
খগেনের সঙ্গে দেখা করলেন সুকান্ত, শারীরিক অবস্থার নিলেন খোঁজ


শিলিগুড়ি, ৮ অক্টোবর (হি.স.): অসুস্থ অবস্থায় শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বুধবার সকালে হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখে করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

গত ৬ অক্টোবর ডুয়ার্স অঞ্চলে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের সময় মুর্মুর উপর স্থানীয় কিছু দুষ্কৃতী হামলা চালায়। যার ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান, রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মুর্মুর পাশাপাশি পশ্চিমবঙ্গের বিধায়ক শঙ্কর ঘোষও আক্রান্ত হন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande