তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৮ অক্টোবর (হি.স.) : দেশের প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে প্রত্যেক ঘরে ঘরে আত্মনির্ভর ভারতের স্বপ্ন ছড়িয়ে দিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিয়মিত নানা কর্মসূচি গ্রহণ করে চলেছে। তারই ধারাবাহিকতায় বুধবার খোয়াই জেলার চাকমাঘাট কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে “পণ্ডিত দীনদয়াল জন্মজয়ন্তী ও আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস, মণ্ডল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থক। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা ও যুব উদ্যোক্তারা।
কর্মসূচির সূচনা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে। এরপর একে একে বক্তারা পণ্ডিত দীনদয়ালের জীবনাদর্শ, তাঁর একাত্ম মানববাদী দর্শন এবং আজকের ভারতের প্রেক্ষাপটে সেই ভাবনার বাস্তব প্রাসঙ্গিকতা নিয়ে বিশদ আলোচনা করেন।
মন্ত্রী বিকাশ দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন, “স্বদেশী ভাবনা কেবল অর্থনৈতিক দর্শন নয়, এটি আমাদের আত্মপরিচয় ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক। ভারত তখনই সত্যিকার অর্থে আত্মনির্ভর হবে, যখন প্রতিটি নাগরিক নিজের ঘর থেকে, নিজের কর্মক্ষেত্র থেকে স্বদেশী শক্তির জাগরণ ঘটাবে। আত্মনির্ভরতা মানে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসই আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি।”
মন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার গ্রামীণ ও আদিবাসী এলাকায় স্বনির্ভর গোষ্ঠী এবং স্থানীয় উৎপাদনের বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে। মহিলা স্বনির্ভর গোষ্ঠী, তরুণ উদ্যোক্তা এবং কারুশিল্পীদের জন্য নানা প্রশিক্ষণমূলক প্রকল্প ও আর্থিক সহায়তার সুযোগ তৈরি করা হয়েছে। তিনি সবাইকে এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আর্থিকভাবে শক্তিশালী করে তোলার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ