
টিটাগড়, ১ নভেম্বর ( হি. স.):- টিটাগড়ের তৃণমূল জেলা কার্যালয়ে শনিবার বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন, প্রদীপ করের ঘটনার বিরুদ্ধে আমরা শক্ত ভাবে প্রতিবাদ করব। তিনি বলেন, “এস আই আর নিয়ে আমরা রাস্তায় নামব — মানুষের পাশে দাঁড়িয়ে বোঝাবো, আপনারা কেউ ভয় পাবেন না, তৃণমূল আপনার পাশে আছে।”সাংসদ পার্থ ভৌমিক আরও বলেন, যদি কারও নাম অবৈধভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তাহলে দল আইনি পথে তার পাশে দাঁড়াবে। তিনি জানিয়েছেন, ভোটার তালিকা সম্পর্কিত কাজ চলাকালীন তারা ওয়ার্ড থেকে ওয়ার্ডে, অঞ্চল থেকে অঞ্চলে ক্যাম্প করে জনসেবা চালাবেন এবং যে কেউ বিপদে পড়লে তাঁরা ক্যাম্পে এসে সাহায্য নিতে পারবেন।পার্থ ভৌমিক আশ্বাস দিয়েছেন, কোনও বৈধ ভোটারের নাম যদি কেটে দেয়া হয় তবে দল আন্দোলন করে বা আদালতের মাধ্যমে তার নাম ফেরত আনবে এবং সাধারণ মানুষের ভয় ভাঙাতে তৃণমূল সক্রিয়ভাবে মাঠে থাকবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়